আসন্ন ভালোবাসা দিবসের জন্য নির্মিত হয়েছে নাটক ‘মনেরই রঙে রাঙিয়ে’। কে এম সোহাগ রানার পরিচালনায় এ নাটকের শুটিং হয়েছে সিলেটের জাফলংয়ে। কনকনে ঠান্ডায় টানা পাঁচ দিন সেখানকার মনোমুগ্ধকর পরিবেশে দৃশ্য ধারণ করা হয়। এই নাটকের মাধ্যমে প্রথমবারের মতো অভিনয়ে জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব ও গায়িকা পড়শী।
এদিকে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধা নিয়ে তৌসিফ বলেন, ‘কাজটি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। কারণ গল্প এবং লোকেশন দুটিই চমৎকার। আর পড়শীর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। সব মিলিয়ে ভালো একটি অভিজ্ঞতা হয়েছে। নাটকটি নিয়ে আমি খুবই আশাবাদী। এ ছাড়া এবারের ভালোবাসা দিবসে আমার আরও কয়েকটি নাটক আসছে। সবাইকে দেখার অনুরোধ রইল।’
তৌসিফের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে পড়শী বলেন, “আমি তৌসিফ ভাইয়ার অভিনয়ের ভক্ত। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। তিনি খুবই গুছিয়ে কাজ করেন। আর এ নাটকে মজার একটা ব্যাপার হচ্ছে, আমার সঙ্গে অনেকেরই এটি প্রথম কাজ হয়েছে। তাই আমি খুবই আনন্দিত। সবাইকে ‘মনেরই রঙে রাঙিয়ে’ দেখার অনুরোধ রইল। এতে আমি শুধু অভিনয় নয়, গানও গেয়েছি।”
তৌসিফ-পড়শী ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন এম এন ইউ রাজু, মাহমুদুল ইসলাম মিঠু, সাদনিমাসহ অনেকে। নাটকটির চিত্রগ্রহণ করছেন ফুয়াদ বিন আলমগীর। ভালোবাসা দিবসে নাটকটি দেশের একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।