Homeবিনোদনপরিচালনায় কেট উইন্সলেট

পরিচালনায় কেট উইন্সলেট


তিন দশকের বেশি সময়ের অভিনয়জীবন কেট উইন্সলেটের। এই দীর্ঘ সময় ক্যামেরার সামনেই ছিল তাঁর ব্যস্ততা। অবশ্য বেশ কিছু সিনেমা-সিরিজ প্রযোজনাও করেছেন। তবে এ বছর নতুন পথে যাত্রা শুরু হচ্ছে কেটের। প্রথমবারের মতো হাজির হচ্ছেন পরিচালক হিসেবে। নেটফ্লিক্সের ফ্যামিলি ড্রামা ‘গুডবাই জুন’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হবে কেট উইন্সলেটের।

পরিচালনার পাশাপাশি গুডবাই জুনে অভিনয়ও করবেন তিনি। প্রযোজনায়ও থাকবেন। এতে আরও দেখা যাবে টনি কোলেট, জনি ফ্লিন, আন্দ্রেয়া রাইজবরো, টিমোথি স্পাল ও হেলেন মিরেনকে। চিত্রনাট্য লিখেছেন অভিনেত্রীর ছেলে জো অ্যান্ডার্স। কেট উইন্সলেটের সঙ্গে এতে সহপ্রযোজক হিসেবে থাকবেন কেট সলোমন।

কেমন হবে গুডবাই জুনের গল্প? নেটফ্লিক্স জানিয়েছে, সিনেমাটির গল্প মর্মস্পর্শী, একই সঙ্গে কমেডিও থাকবে। অনেক দিন ধরে নিজেদের মধ্যে যোগাযোগ নেই, এমন কয়েকজন ভাইবোন হঠাৎ এক কঠিন পরিস্থিতিতে একত্র হয় এবং সেই সমস্যা মোকাবিলার চেষ্টা করে। মোটাদাগে এটাই গল্প। গল্পের প্রেক্ষাপট ইংল্যান্ড। শিগগিরই যুক্তরাজ্যে গুডবাই জুনের শুটিং শুরু করবেন কেট উইন্সলেট।

পরিচালনায় যে তিনি আসতে পারেন, সে আভাস গত বছরই দিয়েছিলেন কেট। ‘লি’ সিনেমার প্রমোশনের সময় জানিয়েছিলেন, সিনেমা বানানোর জন্য বিভিন্ন সময়ে অনেকে অনুরোধ করেন তাঁকে। তবে বরাবরই তা প্রত্যাখ্যান করেছেন। তবে ইদানীং বিষয়টি নিয়ে ভাবছেন। কেট বলেছিলেন, ‘অনেকবার পরিচালনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। ইদানীং আমার মনে হচ্ছে, এটা করে অন্য নারী, যাঁরা পরিচালনা করতে চান, তাঁদের হতাশ করছি। তাঁদের অনুপ্রাণিত করার জন্যই আমাকে পরিচালনায় আসতে হবে।’

অভিনেত্রী জানিয়েছিলেন, সিনেমা পরিচালনার জন্য তিনি এখন প্রস্তুত। কারণ, সিনেমার কারিগরি দিকটা এখন ভালো বোঝেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত