Homeবিনোদন‘দ্য ব্রুটালিস্ট’-এর জন্য অস্কারে সেরা অভিনেতা অ্যাড্রিয়েন ব্রডি

‘দ্য ব্রুটালিস্ট’-এর জন্য অস্কারে সেরা অভিনেতা অ্যাড্রিয়েন ব্রডি


অ্যাড্রিয়ান ব্রডি সেরা অভিনেতা হিসেবে তার ক্যারিয়ারের দ্বিতীয় অস্কার পেলেন ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডে। সোমবার (৩ মার্চ) ‘দ্য ব্রুটালিস্ট’ চলচ্চিত্রে এক দূরদর্শী হাঙ্গেরিয়ান স্থপতির ভূমিকায় অভিনয়ের জন্য এ পুরষ্কার লাভ করেন তিনি। এ পুরস্কার লাভের মাধ্যমে তিনি হলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা হিসেবে নিজের অবস্থান আরো শক্তিশালী করলেন।

দ্য ব্রুটালিস্ট নির্মিত হয়েছে হাঙ্গেরীয়-ইহুদি গণহত্যা থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তির মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো এবং সেখানে তার স্বপ্ন পূরণের সংগ্রামকে কেন্দ্র করে।

এই চলচ্চিত্রটি লাৎজিও তোথ চরিত্রে অভিনয় করেছেন অ্যাড্রিয়ান ব্রডি।

এর আগে ২০০৩ সালে রোমান পোলানস্কির ‘দ্য পিয়ানিস্ট’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম অস্কার পেয়েছিলেন তিনি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত