জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা নিয়াজ মাহবুবের পরিচালনায় বছরের শুরুতে নাটকে জুটি বাঁধছেন অভিনেতা মোশাররফ করিম, অভিনেত্রী নাজিয়া হক অর্ষা এবং অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ। নাটকের নাম ‘টেনশন’। নাটকটি রচনা করেছেন মনসুর রহমান চঞ্চল। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এর দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।
পরিচালক নিয়াজ মাহবুব জানান, ‘টেনশন’ নাটকটি ‘বিঞ্জ’র পর্দায় শিগগির প্রচার হবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘টেনশন বেশ ভালো একটা গল্প। একেবারেই অন্যরকম। গড়পড়তা অনেক গল্পে কাজ করে যেতে হয়। তার মধ্য থেকে হঠাৎ করেই এ গল্পটা একেবারেই আলাদা লেগেছে। মানে অহেতুক টেনশনের মধ্যে একটি লোকের জড়িয়ে যাওয়া, যার জন্য তার নিজের কোনো দায় নেই; কিন্তু সেই দায় তার নিজের ঘাড়ের ওপর এসে পড়ে। সেই দায় থেকে বের হওয়ার গল্পই হচ্ছে ‘টেনশন’। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে। অর্ষার সঙ্গে আমার বেশকিছু কাজ হয়েছে। প্রতিটি কাজই দর্শক বেশ ভালোভাবে গ্রহণ করেছে। আর নিঃসন্দেহে সে একজন ভালো অভিনেত্রী। স্বর্ণলতার সঙ্গে এবারই প্রথম কাজ করা। এর আগে তার সঙ্গে কাজ করা না হলেও আমি ওর বেশকিছু কাজ দেখেছি। কাজে তিনি খুবই সিনসিয়ার। অলরেডি অভিনয়ে তিনি ভালো করছেন।’
নতুন এই নাটকটি নিয়ে অর্ষা বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে ‘খায়েশ’, ‘বনলতার প্যারা’, ‘সেইরকম চা খোর’, ‘স্বপ্ন বিভ্রাট’, ‘ঘুম’সহ আরও বেশকিছু নাটকে কাজ করেছি। তার সঙ্গে কাজ করলে সবসময়ই কিছু না কিছু শেখা যায়।’
বেশ কয়েক বছর আগে নিয়াজ মাহবুবের পরিচালনায় ‘পায়ের নিচে পিচ্ছিল স্বর্গ’ নাটকে অভিনয় করেছিলেন মোশাররফ করিম। এবার একই নির্মাতার আরও একটি কাজ করলেন। এ ছাড়া এই অভিনেতার হাতে অর্ষা অভিনীত ‘চিলেকোঠার সংসার’ মাছরাঙা টিভিতে প্রচার হয়েছে। এদিকে স্বর্ণলতা জাহিদ হাসানের সঙ্গে ‘ভাল্লাগে না’ নামে একটি ধারাবাহিকে অভিনয় শুরু করেছেন।