Homeবিনোদনতামান্নার আরও এক আইটেম গানে

তামান্নার আরও এক আইটেম গানে


ভারতের বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া। যার সৌন্দর্য ও গ্ল্যামার গত কয়েক বছর ধরে মুগ্ধ করে যাচ্ছে দর্শকদের। যার কারণে এখন অভিনয়ের চেয়ে আইটেম গানেই বেশি দেখা যাচ্ছে এ নায়িকাকে।

তামান্না ভাটিয়া। ছবি : সংগৃহীত

সেই ধারাবাহিকতায় দক্ষিণী এ সুন্দরী আবারও হাজির হয়েছেন নতুন একটি আইটেম গান নিয়ে। মুক্তির অপেক্ষায় থাকা ‘রেইড-২’ সিনেমার ‘নাশা’ গানে পারফর্ম করেছেন তিনি।

টি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি। ছবি : সংগৃহীত

গানটি টি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ১১ এপ্রিল। প্রকাশের পর থেকেই এটি আছে আলোচনায়। যার ফলে মাত্র পাঁচ ঘণ্টাতেই ২০ লাখের বেশি দর্শক দেখে ফেলে গানটি।

একটি বিজ্ঞাপনের ফটোশুটে তামান্না ভাটিয়া। ছবি : সংগৃহীত

এর আগে সামাজিকমাধ্যমে এ গানের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। যেখানে দেখা যায় সোনালি পোশাকে তামান্না ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন, চুল বাতাসে উড়ছে, পেছনে দাঁড়িয়ে আছেন ব্যাকগ্রাউন্ড ড্যান্সাররা। সেই ক্লিপ দেখার পর থেকেই অভিনেত্রীকে নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা।

এর আগে ‘জেলার’ সিনেমায় ‘কাভালা’ গানে নাচেন তিনি। ছবি : সংগৃহীত

এদিকে ‘জেলার’ সিনেমায় ‘কাভালা’ গানে পারফর্ম করার পর তামান্নাকে নতুনভাবে দেখা শুরু করেছেন দর্শক। তার নাচ এতটাই সাড়া ফেলেছে যে, নির্মাতারাও শুধু নাচের জন্য অভিনেত্রীকে নিয়ে আলাদাভাবে ভাবা শুরু করেছেন।

প্রকাশ পাওয়া তামান্নার নতুন ‘নাশা’ গানটি ‘রেইড-২’ সিনেমায় ব্যবহার করা হবে। রাজকুমার গুপ্ত পরিচালিত এ সিনেমাটি মুক্তি পাবে মের ১ তারিখ। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন। এর আগে ২০১৮ সালে মুক্তি পেয়েছিল এই সিক্যুয়েলের প্রথম সিনেমা ‘রেইড’। এবার আসছে দ্বিতীয় কিস্তি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত