বিয়ে করেছেন অভিনেতা শামীম হাসান সরকার, যা তিনি নিজেই নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। শুক্রবার রাতে ফেসবুক প্রোফাইলে ‘গট ম্যারিড’ পোস্ট দিয়ে স্ত্রীর পরিচয় নিশ্চিত করেন এই অভিনেতা।
বিয়েতে শামীম হাসান সরকার ও তার স্ত্রীর আফসানা প্রীতির পরিবার। ছবি : সংগৃহীত
শামীম হাসান সরকারের স্ত্রীর নাম আফসানা প্রীতি। তিনি ফরিদপুরের মেয়ে। পড়াশোনা করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে।
বিয়ে নিয়ে হরহামেশাই মজা করতে দেখা যায় অভিনেতা শামীম হাসানকে। তার বিয়ে নিয়ে মিডিয়াপাড়ায় গুঞ্জনও ছিল বেশ। তবে এবার সত্যই বিয়ে করলেন তিনি।
ফেসবুকে শেয়ার করা ছবিতে শামীম ও তার স্ত্রী। ছবি : সংগৃহীত
ইতোমধ্যে শামীম ও তার স্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন দেশের তারকাঅঙ্গনও। জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ তাদের বিয়ের ছবি প্রকাশ করে শুভকামনাও জানিয়েছেন।
বিয়ে নিয়ে হরহামেশাই মজা করতে দেখা যায় অভিনেতা শামীম হাসানকে। তার বিয়ে নিয়ে মিডিয়াপাড়ায় গুঞ্জনও ছিল বেশ। কখনো অভিনেত্রী অহনা রহমান তো কখনো তানিয়া বৃষ্টির সঙ্গে বিয়ের সাজে ছবি পোস্ট করে ভক্তদের দ্বিধায় ফেলেছেন তিনি। তবে এবার আর মজা নয়, বাস্তবেই শুরু করলেন নতুন জীবনের অধ্যায়।