Homeবিনোদনখালি হাতে ফিরলেন টেইলর | কালবেলা

খালি হাতে ফিরলেন টেইলর | কালবেলা


টেইলর সুইফট ২০২৫ সালের ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ড থেকে খালি হাতে ফিরেছেন, যেখানে তিনি মনোনীত ছয়টি বিভাগেই পরাজিত হন। খবর: পেজ সিক্স

তবে ৩৫ বছর বয়সী এই গায়িকা এই হার নিয়ে বিন্দুমাত্র হতাশ ছিলেন না। বরং তিনি লস অ্যাঞ্জেলসের ক্রিপ্টো ডট কম অ্যারেনাতে দর্শকদের মাঝে বসে বিজয়ী ও পারফর্মারদের সঙ্গে আনন্দ উদযাপন করেন।

তিনি এই রাতে বিখ্যাত গায়িকা বিয়ন্সেকে শ্রেষ্ঠ কান্ট্রি অ্যালবামের ট্রফি প্রদান করেন। যিনি অবশেষে চারবার পরাজয়ের পর প্রথম ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন।

এবার যদি সুইফট তার ২০২৪ সালের অ্যালবাম ‘দ্য টরচার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’-এর জন্য অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার জিততেন, তবে এটি হতো তার এই বিভাগে পঞ্চম জয়।

এর আগে তিনি এই সম্মান অর্জন করেছিলেন ২০১০ সালে ‘ফেয়ারলেস’, ২০১৬ সালে ‘১৯৮৯’, ২০২১ সালে ‘ফোকলোর’ এবং ২০২৪ সালে ‘মিডনাইটস’ অ্যালবামের জন্য জয়ী হন। এবার পেলে তিনিই হতেন প্রথম সংগীতশিল্পী, যিনি এই বিভাগে পাঁচবার জয়ী হতেন।

তবে সাউন্ড ইঞ্জিনিয়ার সেরবান ঘিনিয়া একমাত্র ব্যক্তি, যিনি ইতিমধ্যেই পাঁচবার অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন সাউন্ড অব দ্য ইয়ার হিসেবে।

তবে গ্র্যামির ইতিহাসে ইতোমধ্যেই আরেকটি নতুন রেকর্ড গড়েছেন এই সুন্দরী। তিনিই প্রথম শিল্পী, যিনি অ্যালবাম অব দ্য ইয়ার বিভাগে সাতবার মনোনয়ন পেয়েছেন। এ ছাড়া টেইলর ইতোমধ্যে ১৪টি গ্র্যামি জিতেছেন এবং এবার ছয়টি বিভাগে মনোনীত হয়েছিলেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত