ওমরাহ করতে গেছেন জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়েন নাটকের এ ব্যস্ত তারকা। তবে বিষয়টি নিয়ে অহনা কাউকেই কিছু বলেননি। বেশিরভাগ ক্ষেত্রেই তারকাদের ওমরাহ পালনে গেলে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে দেখা যায়। তবে এসবের কিছুই করেননি অহনা। শুধু সোশ্যাল মিডিয়ায় এক স্ট্যাটাসে ক্ষমা চেয়েছেন। সেখানেও ওমরাহ নিয়ে কোনো তথ্য দেননি তিনি। বেশ কয়েক মাস আগে থেকেই অভিনয় কমিয়ে দেবেন, আবার কখনো ছেড়ে দেবেন বলে মন্তব্য করেছিলেন এ সুন্দরী। মাঝে গুঞ্জন উঠেছিল অহনা বিয়ে করেছেন। এ কারণেই অভিনয় ছেড়ে দিতে চাইছেন তিনি। তবে গুঞ্জনটির সত্যতা মেলেনি।