সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন ধরে চর্চিত হচ্ছে ‘চাচা, হেনা কোথায়?’ সংলাপটি। যা ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমের সমাধি’ সিনেমার খণ্ডিত একটি দৃশ্য। এদিকে ফের হেনাকে খুঁজছেন বাপ্পারাজ। তবে হেনা অর্থাৎ শাবনাজের স্বামী নাঈম জানালেন, বাপ্পারাজ দেরি করে ফেলেছে। এমনই দৃশ্য পুনঃনির্মাণ করলেন স্বয়ং বাপ্পারাজ, হেনা চরিত্রের শাবনাজ এবং শাবনাজের স্বামী নাঈম।
তারকা দম্পতি নাঈম শাবনাজের ফেসবুক পেজে ‘অবশেষে হেনার খোঁজ মিলল’ শিরোনামে একটি ভিডিও পোস্ট করেছেন । ভিডিওতে দেখা গেছে, একটি ছাদখোলা গাড়িতে চেপে এসে বাপ্পারাজ নাঈমকে জিজ্ঞাসা করেছেন, ‘নাঈম ভাই, হেনা কোথায়?’ তখন নাঈম বাপ্পারাজকে বলেন, ‘বাপ্পা তুই অনেক দেরি করে ফেলেছিস। আমার সঙ্গে হেনার অনেক আগেই বিয়ে হয়ে গেছে।’ এরপর ‘না’ বলে চিৎকার দিয়ে নাঈমকে জড়িয়ে ধরে বাপ্পারাজ বলেন, ‘আমি বিশ্বাস করি না।’
এরপর ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি পরিবেশন করেন কয়েকজন। সে সময় সামনে দিয়ে হেনা অর্থাৎ শাবনাজকে হেঁটে যেতে দেখা যায়।
সিনেমার মূল দৃশ্যেও এমন ঘটনা দেখা যায়। কিডনি বিক্রি শেষে ফিরে এসে প্রেমিকা হেনার বাড়ি সাজানো দেখে হেনার বাবাকে জিজ্ঞেস করেন, ‘চাচা, বাড়িঘর এতো সাজানো কেনো? হেনা কোথায়?’ জবাবে চাচা বলেন, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’ বকুল তখন আবেগাপ্লুত হয়ে বলেন, ‘না, হেনার বিয়ে হতে পারে না, আমি বিশ্বাস করি না।’ এরপর বিখ্যাত গান ‘প্রেমের সমাধি ভেঙে..’ বাজতে থাকে। মজার ছলে ঠিক তেমন দৃশ্যই নির্মাণ করেছেন বাপ্পারাজ, শাবনাজ ও নাঈম। তবে এবার চাচার কাছে নয় স্বয়ং হেনার স্বামীর কাছে।
১৯৯১ সালের ৪ অক্টোবর এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে নাঈম-শাবনাজ জুটির অভিষেক হয়। শফিউল আলম পরিচালিত ‘বিষের বাঁশি’ সিনেমায় অভিনয় করতে গিয়েই নাঈম ও শাবনাজের প্রেমের সম্পর্কের গভীরতা বাড়ে। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ১৯৯৪ সালের ৫ অক্টোবর বিয়ে করেন তারা। নাঈম-শাবনাজ জুটি দর্শকদের বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তাদের অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ‘দিল’, ‘সোনিয়া’, ‘চোখে চোখে’, ‘বিষের বাঁশি’, ‘অনুতপ্ত’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’ ও ‘জিদ’। সবশেষ ‘ঘরে ঘরে যুদ্ধ’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছিলেন তারা। নাঈম সর্বশেষ ‘মেয়েরাও মাস্তান’ এবং শাবনাজ সর্বশেষ ‘ডাক্তার বাড়ি’ চলচ্চিত্রে অভিনয় করেন। আপাতত সিনেমায় ফেরার কোনো পরিকল্পনা নেই তাদের। দুজনই এখন বর্তমান জীবন নিয়ে ব্যস্ত রয়েছেন।
এদিকে নায়করাজ রাজ্জাকের ছেলে একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ দীর্ঘ বিরতির পর বিরহের খোলশ সরিয়ে নতুনরূপে ধরা দিলেন। আজন্ম ব্যর্থতার মুকুটধারী অভিনেতা বাপ্পারাজ এ-ওসি সায়েম জব্বার হয়ে ধরা দিবেন তরুন নির্মাতা ও পরিচালক মোস্তফা খান শিহানের ‘রক্ত ঋণ’ ওয়েব ফিল্মে। আশি ও নব্বইয়ের দশকে বাপ্পারাজ উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা। তবে জনপ্রিয় এই অভিনেতা ত্রিভুজ প্রেমের ট্রাজেডির গল্প নিয়ে সিনেমায় বেশি অভিনয় করেছেন। যে কারণে দর্শক মহলে ‘ট্র্যাজেডি নায়ক’ ও ‘ব্যর্থ প্রেমিক’ হিসেবে বেশি পরিচিত।