Homeবিনোদনএকুশের ইতিহাস নিয়ে ‘ভুলিনি সেদিন’

একুশের ইতিহাস নিয়ে ‘ভুলিনি সেদিন’


মিশা বাবা-মায়ের সঙ্গে বিদেশ থাকে। বছরে দু-একবার দেশে আসলে চাচাতো ভাইবোনদের সঙ্গে ঘোরাঘুরি করে ও দাদিমার সঙ্গে আড্ডা দিয়ে তার সময় কেটে যায়। এবার মিশা এসেছে ফেব্রুয়ারি মাসে। তার খুব ইচ্ছে ছিল জুলাই অভ্যুত্থানে দেশে এসে ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেওয়ার। কিন্তু নানান কারণে সেটা সম্ভব হয়নি। তাই সে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসকে মাথায় রেখে ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে। এ দিবস ঘিরে কী করা যায় তা নিয়ে চাচাতো ভাইবোন দীপা আর মিতুলের সঙ্গে আলাপ করে। কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ার কারণে একুশে ফেব্রুয়ারি নিয়ে এত উচ্ছ্বাস নেই মিতুলের। একুশের ইতিহাসটাও সে ঠিকমতো জানে না। মিশা নিজেও তো ইংরেজি মিডিয়ামে পড়েছে তবুও সে ইতিহাস জানে। আসলে জানতে চাইলেই জানা যায়।

এমনই গল্পে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘ভুলিনি সেদিন’। রবিউল আলমের রচনায় প্রযোজনা করেছেন শাহ জামান মিয়া।

অভিনয় করেছেন দিলারা জামান, তন্ময় বিশ্বাস, মাইশা, মিলি বাশার, আশরাফ টুলু, সামিয়া নাহি প্রমুখ।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত