Homeবিনোদনউইসিএলের ফাইনাল মঞ্চে লিনকিন পার্ক

উইসিএলের ফাইনাল মঞ্চে লিনকিন পার্ক


বিশ্বের অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড লিনকিন পার্ক। দুনিয়াজুড়ে রয়েছে যাদের ভক্ত-শ্রোতা। যাদের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে কনসার্ট করে দলটি। এবার তাদের দেখা যাবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল মঞ্চে।

রক সাউন্ডের এক প্রতিবেদনে জানানো হয়, আগামী ৩১ মে জার্মানির মিউনিখে অবস্থিত আলিয়ানৎস আরেনায় অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিনকিন পার্ক একটি এক্সক্লুসিভ নতুন রিমিক্স গান পরিবেশন করবে, যা তারা বিশেষভাবে এই ইভেন্টের জন্য তৈরি ও রেকর্ড করেছে। এই রিমিক্সে তাদের চেনা গিটার রিফের সঙ্গে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আবহের একটি দুর্দান্ত মিশ্রণ থাকবে।

এটি তারা মঞ্চে প্রথমবারের মতো পরিবেশন করবে, যা সারা বিশ্বের টিভি দর্শকদের সামনে সরাসরি সম্প্রচার করা হবে। তাই বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত গোটা ব্যান্ড।

যা নিয়ে ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, ‘নতুন অ্যালবাম ও চলমান ট্যুরের সঙ্গে আমরা ভক্তদের যে ভালোবাসা, উদ্দীপনা পাচ্ছি, তাতে আমরা অভিভূত। সেই অনুভূতিগুলোই আমরা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কিক-অফ শোতে, পেপসির উপস্থাপনায়, পুরো দুনিয়ার সঙ্গে ভাগ করে নিতে মুখিয়ে আছি। এই শো আমাদের ব্যান্ডের জন্য একেবারে নতুন এক অভিজ্ঞতা হতে চলেছে। আমরা রোমাঞ্চিত যে, আমাদের প্রিয় কিছু পুরোনো ও নতুন গান হাজারো দর্শকের সামনে, আর বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের উদ্দেশে পরিবেশন করতে পারব।’

লিনকিন পার্ক তাদের সর্বশেষ অ্যালবাম ‘ফ্রম জিরো’-এর ডিলাক্স এডিশন ১৬ মে প্রকাশ করতে যাচ্ছে। আর ২৮ জুন তারা লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে একটি বিশাল কনসার্টের হেডলাইনার হিসেবে মঞ্চে উঠবে, যেখানে তাদের সঙ্গে থাকবে জনপ্রিয় ব্যান্ড স্প্রিটবক্স ও শিল্পী জেপিইজিমাফিয়া।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত