হাবিব ওয়াহিদ। যিনি বাংলাদেশের একজন জনপ্রিয় সুরকার, সংগীতশিল্পী এবং সংগীত পরিচালক। তার গান ও সংগীতের ভক্ত দেশ ও দেশের বাইরে সমানে সমান। নিজের শ্রোতাদের জন্য মেধাবী এই মিউজিশিয়ান প্রতি বছরই নতুন নতুন গান প্রকাশ করে থাকেন। এরই ধারাবাহিকতায় ভক্তদের এ বছর নিজের প্রথম গান উপহার দিতে যাচ্ছেন তিনি। শিরোনাম ‘পাগল হাওয়া’।
এই গানের টিউন ও মিউজিক হাবিবের, এর কথা লিখেছেন শ্রাবণ। গানটি নিয়ে কালবেলাকে হাবিব বলেন, ‘‘নতুন বছরে শ্রোতাদের জন্য এটি আমার প্রথম গান। যার শিরোনাম ‘পাগল হাওয়া’। এরই মধ্যে গানের ছোট একটি টিজার প্রকাশ করা হয়েছে। ভালো সাড়া পাচ্ছি। আশা করছি পুরো গান প্রকাশের পর দর্শকের এই ভালোবাসা আরও বেড়ে যাবে। তবে গানটি প্রকাশের তারিখ এখনো নির্ধারণ হয়নি।’’
গানটি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে হাবিব আরও বলেন, ‘আমি কাজ নিয়ে কখনো প্রত্যাশা করি না। সবসময় নিজের কাজটা মন দিয়ে করার চেষ্টা করি। কারণ মন দিয়ে করলে যে কোনো কাজেরই ফল ভালো হয় বলে আমি বিশ্বাস করি।’
গানের পাশাপাশি হাবিবের স্টেজ শো নিয়েও রয়েছে ব্যস্ততা। তাই আসন্ন ভালোবাসা দিবসে নিজের ব্যস্ততা নিয়ে এই শিল্পী আরও বলেন, ‘ভালোবাসা দিবসের দিন আমি কোনো শো রাখিনি। তবে এর আগে ও পরে বেশ কয়েকটি শো আছে, যা নিয়েই ব্যস্ততা থাকবে। এ ছাড়া সামনে ঈদ আসছে, যা নিয়েও পরিকল্পনা রয়েছে। তাই এখন ব্যস্ততার মাঝেই সময় কাটবে।’
সবশেষ ২০২৪-এর শেষে হাবিবের ‘একলা দুনিয়া’ গানটি ইউটিউবে প্রকাশ হয়। এরই মধ্যে এর মিউজিক ভিডিও তিন মিলিয়নের কাছাকাছি দর্শক দেখে ফেলেছে। গানটি প্রযোজনা করেন সঞ্জয়, আর কম্পোজ করেন হাবিব ওয়াহিদ ও মুজা, এর কথা লিখেছেন বাঁধন, মুজা।