Homeবিনোদনঅপূর্ব-সাবিলার ‘ভুল সবই ভুল’ | কালবেলা

অপূর্ব-সাবিলার ‘ভুল সবই ভুল’ | কালবেলা


গল্পটা এক বিবাহিত দম্পতির। যাদের সংসারে দিন-রাত খুনসুটি লেগেই থাকে। বিয়ের বছর না যেতেই স্ত্রী সাবিলা নূর অনেকটা বুঝে ফেলেন তার স্বামী অপূর্ব বেগুনের মতো, যার কোনো গুণ নেই! এমনকি বউয়ের জন্মদিনটা পর্যন্ত সে মনে রাখতে পারে না।

দাম্পত্য জীবনের নানাদিকের এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ভুল সবই ভুল’। ইমদাদ বাবুর গল্পে নাটকটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম।
কয়েক মাস আগে ‘ভুল সবই ভুল’ নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। পহেলা বৈশাখের দিনে গোল্লাছুট ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশিত হবে।

মাসরিকুল আলম বলেন, কারও মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাওয়ার মতো উপভোগ্য নাটক। এককথায় ব্যাপক বিনোদন পাবেন। এই কাজের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এর হিউমার। নাটকে অপূর্ব ভাইয়ের কমেডি টাইমিং ছিল খুব দারুণ। দর্শক দেখলে বুঝবেন।

অপূর্ব-সাবিলা ছাড়াও এতে অভিনয় করেছেন সুষমা সরকার, সৌমু চৌধুরী, শামিমা নাজনিন প্রমুখ।

নির্মাতা জানান, অপূরব-সাবিলা জুটিকে তার চতুর্থ কাজ এটি। এর আগের কাজগুলো থেকে এটি পুরোপুরি আলাদা। টিভিতে প্রচার হলে যারা দেখেছেন- পছন্দ করেছেন, এবার ইউটিউবে দেখা যাবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত