Homeবিনোদনঅনুদানের সিনেমায় সুবর্ণা | কালবেলা

অনুদানের সিনেমায় সুবর্ণা | কালবেলা


বেশ কয়েক বছর ধরেই টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করছেন অভিনেত্রী সুবর্ণা মজুমদার। বর্তমানে তার অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক নাটকও প্রচারিত হচ্ছে। এবার নাম লেখালেন সরকারি অনুদানের সিনেমায়।

এ বিষয়ে সুবর্ণা জানান, আগামী মাস থেকে তিনি প্রথমবারের মতো সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। সিনেমার নাম ‘সনাতন’। এটি নির্মাণ করবেন জহির রায়হান। এ সিনেমায় সুবর্ণা অভিনয় করবেন ‘কণিকা’ নামের একটি চরিত্রে।

এ নিয়ে সুবর্ণা মজুমদার বলেন, ‘অভিনয়ে আমি খুব বেশি যে ব্যস্ত, এমনটা নয়। আমি শুরু থেকেই কম কাজ করে আসছি। চেষ্টা করেছি ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করতে। এখনো সেই চেষ্টাটাই অব্যাহত আছে। তবে ভালো গল্পের সিনেমায় কাজ করার অপেক্ষায় ছিলাম বহু বছর। ‘অনাবৃত’ সিনেমাটি দেশের বাইরে প্রদর্শিত হচ্ছে, প্রশংসিত হচ্ছে। জলকিরণ-সিনেমার গল্পটাও এক কথায় অসাধারণ, আমি খুব আশাবাদী। সেভ দ্য লাইফ’র গল্পটাও ভালো ছিল। কিন্তু সেটা তো মনে হয় না আর কোনোদিন হবে। তবে এবারই প্রথমবার অনুদানের সিনেমায় কাজ করতে যাচ্ছি। ‘সনাতন’ নামের এই সিনেমার গল্পটাই আমাকে সিনেমাটিতে কাজ করতে আগ্রহী করে তুলেছে। আসলে আমি যত সিনেমায় অভিনয় করছি, প্রতিটিই একটু অফট্র্যাকধর্মী। সিনেমাগুলো মুক্তি পেলে দর্শকের কাছ থেকে ভালো-মন্দ জানতে পারব।’ এর আগে আমীরুল ইসলাম শোভা পরিচালিত ‘সেভ দ্য লাইফ’ সিনেমার কাজ শুরু করেছিলেন সুবর্ণা। এতে সুবর্ণা একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত