এতে বলা হয়েছে, সমন্বয়কারীদের কর্মকাণ্ডের কারণে তারা মেধাবী বা রাজনৈতিকভাবে সচেতন বলে বিবেচিত হতে পারেনি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সরজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। ছবিঃ সংগৃহীত
“>
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সরজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। ছবিঃ সংগৃহীত
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী, এলডিপির “ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলনে অবদান” স্বীকৃতি দিতে ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছে।
আগের দিন এলডিপিসহ ১১টি রাজনৈতিক দলের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট করেন দুই সমন্বয়কারী।
আজ (২৮ অক্টোবর) জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এলডিপি বলেছে, সাম্প্রতিক আন্দোলনের সময় দল ও এর সভাপতি ডঃ কর্নেল (অব.) অলি আহমদের অবদান সম্পর্কে সমন্বয়কারীরা অবগত ছিলেন না।
এতে বলা হয়েছে, সমন্বয়কারীদের কর্মকাণ্ডের কারণে তারা মেধাবী বা রাজনৈতিকভাবে সচেতন বলে বিবেচিত হতে পারেনি।
অন্য ১০টি রাজনৈতিক দল যাদের রাজনৈতিক স্থগিতাদেশ চাওয়া হয়েছে তারা হলো জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় সমাজতান্ত্রিক দল, বিকাশধারা বাংলাদেশ, তরিকত ফেডারেশন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এলডিপি, জাতীয় পার্টি (মঞ্জু), গণতন্ত্রী দল, মার্কসবাদী-লেলিনবাদী (বড়ুয়া) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল।
দ্বিতীয় পিটিশনে প্রথম মামলার রায় না আসা পর্যন্ত কেন দলগুলোকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা হবে না তা জানতে চাওয়া হয়েছে।