HomeবিএনপিGono Odhikar Parishad says won't allow Jatiyo Party to hold rally tomorrow

Gono Odhikar Parishad says won’t allow Jatiyo Party to hold rally tomorrow


টিবিএস রিপোর্ট

01 নভেম্বর, 2024, 08:25 pm

সর্বশেষ সংশোধিত: 01 নভেম্বর, 2024, 08:29 pm

পতনশীল স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে সমর্থন করার জন্য দলের কথিত ভূমিকার উল্লেখ করে গণ অধিকার পরিষদ ঘোষণা করেছে যে তারা আগামীকাল (২ নভেম্বর) জাতীয় পার্টিকে তাদের পরিকল্পিত সমাবেশ করতে দেবে না।

আজ (১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, তারা ‘ফ্যাসিস্ট বিরোধী ছাত্র শ্রমিক জনতার’ ব্যানারে ঢাকায় দলের সমাবেশকে প্রতিহত করবে।

গতকাল একই ব্যানারে জাতীয় পার্টি অফিসে আগুন ও ভাংচুর করা হয়।

মোল্লা দাবি করেন, সমাবেশটি আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার বৃহত্তর পরিকল্পনার অংশ।

তিনি অভিযোগ করেন, গতকাল আ.লীগের সদস্যরা পূর্ব উদ্দেশ্য নিয়ে জাতীয় পার্টি কার্যালয়ে জড়ো হয়েছিল। তিনি আরো বলেন, আমরা কাকরাইলে পৌঁছালে তারা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।

তিনি আরও বলেন, “আমাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য আছে যে সারাদেশে আ.লীগ কর্মীরা আগামীকালের সমাবেশের জন্য জড়ো হওয়ার পরিকল্পনা করছে। আমরা বারবার ফ্যাসিবাদের মিত্রদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছি, যারা নতুন রূপে আবির্ভূত হচ্ছে।”





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত