চট্টগ্রামে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক নুরুল কবির ওরফে নুরুল আলম ওরফেস নুরু ডাকাতকে (৪৪) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার সন্ধ্যায় কর্ণফুলী থানার সৈন্যেরটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার নুরু ডাকাত পটিয়া থানার জঙ্গলখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিরাজ গাজীর বাড়ির মৃত আনা মিয়ার ছেলে।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন। এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানা এলাকা থেকে গ্রেফতারের পর তাকে রোববার রাতে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, পটিয়া থানার অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল কবির কর্ণফুলীর সৈন্যেরটেক এলাকা গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে অস্ত্র মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেন নুরু। গ্রেফতার এড়াতে দীর্ঘ ৭ বছর নগরের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, ‘অস্ত্র মামলায় সাজা ছাড়াও নুরুর বিরুদ্ধে আরও একটি মামলায় ওয়ারেন্ট ছিল। চট্টগ্রামের বিভিন্ন থানায়ও রয়েছে একাধিক মামলা। সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
এমডিআইএইচ/এমএএইচ/জিকেএস