প্রকাশিত: ২১:১৫, ২৬ ডিসেম্বর ২০২৪
সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে ৫৭.৩ ওভারে ২১১ রানে অলআউট হয়েছে তারা।
ড্যান প্যাটারসন ১৬ ওভারে ৬১ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছেন। আর অভিষিক্ত করবিন বোশ ১৫ ওভারে ৪ মেডেনসহ ৬৩ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট। অপর উইকেটটি শিকার করেছেন মার্কো জানসেন।
পাকিস্তানের ইনিংসে একমাত্র কামরান গুলাম ফিফটির দেখা পেয়েছেন। তিনি ৭১ বলে ৮টি চার ও ১ ছক্কায় ৫৪ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন আমের জামাল। তার ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কার মার ছিল। মোহাম্মদ রিজওয়ান ২ চারে করেন ২৭ রান।
অধিনায়ক শান মাসুদ ১৭ ও সাইম আইয়ুব ১৪ ও সৌদ সাকিল করেন ১৪ রান। বাকিদের কেউ ১১ রানের বেশি করতে পারেননি।
এই টেস্ট জিতলে প্রথমবার আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করবে দক্ষিণ আফ্রিকা।
ঢাকা/আমিনুল