ওয়াংখেড়েতে অচেনা বোলারদের ভিড়, বেশিরভাগই স্পিনার। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের দুই দিন আগে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ডেকে আনলো ৩৫ জন নেট বোলারকে, ব্যাটাররা যেন বৈচিত্রময় স্পিনারদের খেলে নিজেদের প্রস্তুতি সেরে রাখতে পারে। টানা দুই টেস্ট হেরে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া রোহিত শর্মারা।
ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে, দুই দিনের বিরতির পর ভারত পুরো দমে অনুশীলনে নেমেছে। যেখানে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (এমসিএ) তাদের নেট বোলারদের পাঠাতে অনুরোধ করেছে টিম ম্যানেজমেন্ট।
বাউন্সি হোক বা ঘূর্ণি পিচ, নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে সব ধরনের উইকেটেই ধরাশায়ী হয়েছে ভারত। তবে সিরিজ হারলেও তৃতীয় টেস্টে জিততে মরিয়া রোহিত শর্মারা। সূত্রের খবর, কিউইদের বিপক্ষে নামার আগে ৩৫ জন নেট বোলারকে মুম্বাইয়ে ডেকে পাঠালো ভারতের টিম ম্যানেজমেন্ট। তাদের মধ্যে অধিকাংশই স্পিনার। কেকেআরের তরুণ তারকা হর্ষিত রানাকেও নাকি তলব করা হয়েছে ভারতীয় দলের অনুশীলনে।
বেঙ্গালুরু ও পুনে টেস্টে কিউইদের কাছে কার্যত আত্মসমর্পণ করেছিল রোহিতলা। প্রথম টেস্টে ভারতীয় ব্যাটিং লাইন আপকে গুঁড়িয়ে দিয়েছিলেন তরুণ পেসার উইলিয়াম ও’রোর্কে। পুনে টেস্টে ভারতের ত্রাস হয়ে ওঠেন মিচেল স্যান্টনার। টেস্টে নিজের সেরা পারফরম্যান্স করেন তিনি। মানে দুই রকম পিচেই ব্যর্থ হয়েছে ভারত।
টানা দুই টেস্ট হেরে সিরিজ হাতছাড়া হয়েছে ভারতের। এখন হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। পাশাপাশি চাপ পড়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও। বাকি ছয় ম্যাচের চারটি জিততে হবে ফাইনালে খেলতে হলে।
শুক্রবার থেকে শুরু হবে তৃতীয় টেস্ট। তার আগে পরপর দুদিন অনুশীলন রাখা হয়েছে, যেখানে সকলের হাজির থাকা বাধ্যতামূলক করেছে টিম ম্যানেজমেন্ট।
স্বভাবত মুম্বইয়ের ওয়াংখেড়েতে বরাবরই স্পিনসহায়ক পিচ থাকে। তৃতীয় টেস্টেও ঘূর্ণি পিচই থাকবে, তাই তো স্পিনারদের সামনে শক্ত হাতে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে ভারত।