Homeদেশের গণমাধ্যমেহুইলচেয়ারে থাকলেও চেন্নাই আমাকে নেবে—বললেন ধোনি

হুইলচেয়ারে থাকলেও চেন্নাই আমাকে নেবে—বললেন ধোনি


রুতুরাজ যোগ করেন, ‘সে ৪৩ বছর বয়সে যা করছে, তা সত্যিই অসাধারণ। আমাদের কিছু নির্দিষ্ট শক্তির দিক রয়েছে, যা আমরা গত দুই বছর ধরে অনুসরণ করে আসছি। তাই, আমার মনে হয় এখানে তেমন কোনো পরিবর্তন আসছে না এবং আশা করি, সে আমাদের জন্য এভাবেই গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যাবে।’

গত মৌসুমে ১১ ইনিংসে মাত্র ৭৩ বল ব্যাটিং করেন ধোনি। এর মধ্যে ছক্কা মেরেছিলেন ১৪টি, চার ১৩। এবারও ধোনির খেলবেন শুধু চার–ছক্কা মারার জন্য, এমনটাই জানিয়েছেন চেন্নাই অধিনায়ক, ‘ম্যাচে তিনি যা অর্জন করতে চান বা মাঠে যে ভূমিকা রাখতে হয়, তিনি সেভাবেই অনুশীলন করেন। বিষয়টা আসলে সহজ, যত বেশি ছক্কা মারা যায় সে লক্ষ্যই থাকবে (তাঁর), কীভাবে ছন্দে ও ভালো অবস্থানে থাকা যায় সেই চেষ্টাই করবেন।’



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত