Homeদেশের গণমাধ্যমেহবিগঞ্জে কুমিল্লা থেকে শিক্ষা সফরে আসা বাস দুর্ঘটনায়, আহত ১৫

হবিগঞ্জে কুমিল্লা থেকে শিক্ষা সফরে আসা বাস দুর্ঘটনায়, আহত ১৫



হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ৯ ফেব্রুয়ারি ২০২৫  

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া বাস


হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে শিক্ষা সফরে আসা বাস ও ট্রাকের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজ এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, “সিলেট থেকে কুমিল্লাগামী ইউনিক পরিবহনের একটি বাস ও  ট্রাকে সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ১৫ জন যাত্রী আহত হয়। সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাস উদ্ধার করা গেলেও ট্রাকটি পাওয়া যায়নি।”

ওসি জানান, বাসযাত্রীরা শিক্ষা সফরের উদ্দেশ্যে কুমিল্লার নারায়ণপুর দাখিল মাদ্রাসা থেকে সিলেটের জাফলং ভ্রমণ আসেন। ভ্রমণ শেষে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলে শায়েস্তাগঞ্জে এসে দুর্ঘটনার শিকার হন।  ১৩ ইবি মাধবপুর আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার হুমায়ুন টহল চলাকালীন সময়ে দুর্ঘটনার বিষয়টি নজরে আসে। তাৎক্ষণিক তিনিসহ ফায়ার সার্ভিস ও পুলিশ মিলে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

ঢাকা/মামুন/টিপু 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত