মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকা ভবন চত্বরে অবস্থিত স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকালে শ্রদ্ধা নিবেদন করা হয় বলে জানিয়েছেন বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থপক বোসরা ইসলাম।
এ সময় ছিলেন– বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান, বিমানের নির্বাহী পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনের নেতাসহ বিমানের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।