Homeদেশের গণমাধ্যমেস্ত্রীকে অন্য পুরুষদের দিয়ে ধর্ষণের মামলায় স্বামীর ২০ বছরের কারাদণ্ড

স্ত্রীকে অন্য পুরুষদের দিয়ে ধর্ষণের মামলায় স্বামীর ২০ বছরের কারাদণ্ড


প্রকাশিত: ২২:৪৭, ১৯ ডিসেম্বর ২০২৪  
আপডেট: ২২:৪৭, ১৯ ডিসেম্বর ২০২৪


ফ্রান্সে অন্য পুরুষ দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ডোমিনিক পেলিকোত নামের এক ব্যক্তিকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর আভিগননের একটি আদালত এ দণ্ড দিয়েছে বলে বিবিসি জানিয়েছে।

প্রায় এক দশক ধরে অমানবিক এই নির্যাতন চালানোর ঘটনায় ডোমিনিকের সহযোগী অন্য ৫০ জনকে তিন থেকে ১৫ বছর মেয়াদে কারাদণ্ড হয়েছে।

বিবিসি জানিয়েছে, ৭২ বছর বয়সী ডোমিনিক পেলিকোতকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ মেয়াদের সাজা ঘোষণা করেন বিচারক। এই মামলায় ডোমিনিক ছাড়াও অন্য যে ৫০ জন পুরুষকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, তাদের প্রত্যেককে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। 

মামলার অভিযোগে বলা হয়, গিস লে পেলিকোতের স্বামী ডোমিনিক পেলিকোত তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করতেন। এরপর অন্য পুরুষদের দিয়ে স্ত্রীকে ধর্ষণ করাতেন তিনি। প্রায় এক দশক ধরে স্ত্রীর ওপর এই অমানবিক নিপীড়ন চালিয়েছেন ডোমিনিক। গিস লের সঙ্গে এমন ভয়ঙ্কর ও অমানবিক ঘটনা ৯২ বার ঘটেছে। ৭২ জন পুরুষ তাকে ধর্ষণ করেছে।

এই রায় ঘোষণার মধ্য দিয়ে ফ্রান্সের সবচেয়ে আলোচিত ও বড় ধর্ষণ মামলার অবসান ঘটে। স্ত্রীকে অন্য পুরুষ দিয়ে ধর্ষণের এই ঘটনায় ফ্রান্সের পাশাপাশি বিশ্বও হতবাক হয়েছে। আলোচিত মামলাটির বিচার কাজ শেষ হতে তিন মাস সময় লেগেছে।

রায়ের পর গিস লে এর সন্তানরা জানিয়েছেন, অভিযুক্তদের যে দণ্ড দেওয়া হয়েছে তা যথেষ্ট নয়। এ রায়ে তারা সন্তুষ্ট নন।

ঢাকা/শাহেদ





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত