আজ রোববার পর্যন্ত বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩৩৮ টাকায়। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ লাখ ৩৩ হাজার ৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১৪ হাজার ৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৩ হাজার ৬০৪ টাকায় বিক্রি হয়েছে।
সে হিসাবে আগামীকাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ১ হাজার ৫০ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটে ৮৬৩ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ৭৩৫ টাকা দাম কমবে।
এদিকে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত থাকবে।