দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। গতকাল রোববার বেলা তিনটার দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহাজাদা আলম নীলফামারীর সৈয়দপুর উপজেলার পৌরসভা সদরের সাহেবপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। তাঁর বিরুদ্ধে দলীয় কার্যালয় ভাঙচুর ও কয়েকজনকে আহত করার অভিযোগে মামলা আছে।