Homeদেশের গণমাধ্যমেসুশৃঙ্খলভাবে বিদায় জানাতে নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা

সুশৃঙ্খলভাবে বিদায় জানাতে নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা


উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (৭ জানুয়ারি) যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিন রাত ১০টায় তিনি কাতার আমিরের পাঠানো ‘এয়ার অ্যাম্বুলেন্স’ যোগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেবেন। গুলশানের বাসভবন ফিরোজা থেকে সাবেক এই প্রধানমন্ত্রী বিমানবন্দরে যাবেন। এসময় তাকে বিদায় জানাতে দলের পক্ষ থেকে ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (০৬ জানুয়ারি) বিএনপির দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮টায় তার গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হবেন। তিনি রাত ৯টায় বিমানবন্দরে পৌঁছাবেন এবং রাত ১০টায় রয়েল কাতার আমিরের ‘এয়ার অ্যাম্বুলেন্স’ যোগে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলেন, এ উপলক্ষ্যে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে দেশনেত্রীকে বিদায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। যাতে রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলে কোনো বিঘ্ন না ঘটে।

রিজভীর প্রত্যাশা এ বিষয়ে নেতাকর্মী যথাযথভাবে নির্দেশনা মেনে চলবেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত