বার্সেলোনার মূল দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া মারা যাওয়ায় শনিবার রাতে বার্সা–ওসাসুনা ম্যাচটি স্থগিত করা হয়। যে কারণে ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট পাওয়া বার্সাকে টপকে শীর্ষে ওঠার সুযোগ ছিল আতলেতিকো মাদ্রিদের। কিন্তু আজ তারা হেতাফের কাছে ২-১ গোলে হারায় তেমন কিছু হয়নি।
দিনের আরেক ম্যাচে অবশ্য রায়ো ভায়েকানোর বিপক্ষে ২- ১ গোলে জিতে বার্সাকে ছুঁয়েছে রিয়াল মাদ্রিদ। গোল ব্যবধানে এগিয়ে থাকায় বার্সাই আপাতত টেবিলের শীর্ষে থাকল। বার্সার গোল ব্যবধান +৪৭, রিয়ালের +৩১। আজ লস ব্লাঙ্কোসদের হয়ে একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র। এ জয়ে ২৭ ম্যাচ খেলে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রিয়াল। আর তিনে থাকা আতলেতিকোর অর্জন ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট।