Homeদেশের গণমাধ্যমেসীমান্তে বিএসএফের অনেক খামতি রয়েছে: পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি

সীমান্তে বিএসএফের অনেক খামতি রয়েছে: পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি



কলকাতা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২২, ২৯ ডিসেম্বর ২০২৪  
আপডেট: ১৮:২৪, ২৯ ডিসেম্বর ২০২৪

গণমাধ্যমে ব্রিফ করছেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমার।


ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের ‘দায়িত্বের মান’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি বলেছেন, ‘‘পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য, যার সঙ্গে তিনটি দেশের সীমান্ত জুড়ে রয়েছে। সীমান্তরক্ষার দায়িত্ব বিএসএফের। সেখানে অনেক খামতি রয়েছে।’’ 

রবিবার (২০ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে পশ্চিমবঙ্গ পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, ‘‘গত কয়েক দিনে অনেকেই সীমান্ত পেরিয়ে এপার বাংলায় ঢুকেছেন, ঢুকছেনও। কিন্তু আমরা তৎপর আছি। অনুপ্রবেশকারীদের আমরা গ্রেপ্তার করছি এবং সঠিক জায়গায় পাঠাচ্ছি।’’

সম্প্রতি কলকাতার অদূরে ক্যানিং থেকে কাশ্মীরের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-উল-মুজাহিদিনের জাভেদ মুন্সিকে গ্রেপ্তার করে কাশ্মীর পুলিশ। তাদের দাবি, গ্রেপ্তার জাভেদ বাংলাদেশি নাগরিক। এ ছাড়াও, পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত এলাকায় নিয়মিত অভিযানে আটক করা হচ্ছে বাংলাদেশি সন্দেহে একাধিক নাগরিক। 

এমন সব ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে রাজ্যজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। এসবের বিস্তারিত জানাতেই রবিবার মিডিয়ার মুখোমুখি হন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, এডিজি (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিম। 

রাজ্যবাসীকে আশ্বস্ত করে রাজীব কুমার বলেন, ‘‘রাজ্যের মানুষ নিরাপদে রয়েছেন। জঙ্গি দমনে কলকাতা ও পশ্চিমবঙ্গের পুলিশ যথেষ্ট সক্রিয়। এসব বিষয়ে আমাদের রেকর্ড অতীতেও ভাল ছিল। আগামী দিনেও আমরা সেই রেকর্ড ধরে রাখার চেষ্টা করব। ওপার বাংলার অশান্ত পরিস্থিতির সুযোগ কেউ বাংলাতে কাজে লাগাতে পারবেন না। যারা সমস্যা তৈরির চেষ্টা করবে, আমরা তাদের গ্রেপ্তার করব।’’

ভারতে প্রবেশ করে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে ত্রিপুরাকে ‘করিডর’ হিসাবে ব্যবহার করছে কি না, এমন প্রশ্নে ডিজি বলেন, ‘‘পশ্চিমবঙ্গের অবস্থান এমনই যে, বাংলাদেশ থেকে কেউ কাশ্মীর বা ভারতের পশ্চিম অংশে কোথাও যেতে চাইলে এই রাজ্যের ওপর দিয়েই যেতে হবে। আর কোনো বিকল্প নেই। আমাদের ওপর ভরসা রাখুন। আমরা আমাদের কাজ করছি, কিন্তু নিঃশব্দে।’’

ঢাকা/সুচরিতা/এনএইচ





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত