Homeদেশের গণমাধ্যমেসিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার | কালবেলা

সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার | কালবেলা


সিলেটের জকিগঞ্জ সড়কে চলা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় সাড়ে ৭টায় জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠক থেকে সংগঠনটির নেতারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। ফলে এ অঞ্চলে জনমনে স্বস্তি ফিরেছে।

ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক আলী আকবর রাজন।

এর আগে সিলেট জেলা সড়ক পরিবহন বাস ও কোচ মাইক্রোবাস সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন আবুল কালবেলাকে জানান, আমাদের জানমালের কোনো নিরাপত্তা নেই। বাধ্য হয়ে আমরা কর্মবিরতি পালন করছি।

তিনি জানান, মঙ্গলবার সন্ধায় জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে আমাদের বৈঠক আছে। এখানে কোনো সুরাহা না হলে বৃহস্পতিবার থেকে সিলেট বিভাগে কর্মবিরতি পালন করা হবে।

প্রসঙ্গত, গত রোববার সকালে জকিগঞ্জের কামালগঞ্জ আব্দুল মতিন কমিউনিটি সেন্টারের কাছে সড়কের পাশে শিশু-কিশোররা ফুটবল খেলছিলো। হঠাৎ বল সিলেট-জকিগঞ্জ সড়কে এলে সেটি আনতে আবির আহমদ (১৪) নামের এক কিশোর দৌঁড় দেন। এসময় দ্রুতগামী একটি গেটলক বাসের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মুহিত বলেন, আমাদের বাসের চালক অন্যায় করলে আইন অনুযায়ী তার শাস্তি হবে। কিন্তু আইন হাতে তুলে নিয়ে বাস ভাঙচুর করা ও পুড়ানো সন্ত্রাসী কাজ। আমরা এর বিচার চাই। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের চালক বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা দায়েরের আবেদন করেছেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত