Homeদেশের গণমাধ্যমেসিলেটে দুই পক্ষের সংঘর্ষে আহত ছয়, ৩১ মোটরসাইকেল ভাঙচুর

সিলেটে দুই পক্ষের সংঘর্ষে আহত ছয়, ৩১ মোটরসাইকেল ভাঙচুর


 

সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় আধিপত্য নিয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকি গ্রুপ ও সিটি করপোরেশনের ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডের সাবেক মহিলা ওয়ার্ড কাউন্সিল শারমিন আক্তার রুমির পরিবারের সঙ্গে সংঘর্ষ হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) রাতে ঘটনাটি ঘটে। এ সময় সাবেক মহিলা কাউন্সিলর রুমির স্বামী মঞ্জুর আহমদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, তার ভাই ছাদিকসহ কমপক্ষে ছয় জন আহত হন। এর মধ্যে আজিজ ও মঞ্জুরকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, আজিজ আহত হওয়ার খবর পেয়ে রাতেই বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকির অনুসারীরা মাছিমপুর এলাকায় সাবেক কাউন্সিলর রুমির বাড়িতে হামলার চেষ্টা চালালে এলাকাবাসী তাদের প্রতিহত করেন। এ সময় হামলাকারীরা তাদের ব্যবহৃত ৩১টি মোটরসাইকেল ফেলে সরে গেলে স্থানীয়রা মোটরসাইকেল ব্যাপক ভাঙচুর করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

সিলেট মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী জানান, উভয় পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে পুলিশ ও সেনাবাহিনী। সেই সঙ্গে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানান, উভয়পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত