সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় আধিপত্য নিয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকি গ্রুপ ও সিটি করপোরেশনের ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডের সাবেক মহিলা ওয়ার্ড কাউন্সিল শারমিন আক্তার রুমির পরিবারের সঙ্গে সংঘর্ষ হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) রাতে ঘটনাটি ঘটে। এ সময় সাবেক মহিলা কাউন্সিলর রুমির স্বামী মঞ্জুর আহমদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, তার ভাই ছাদিকসহ কমপক্ষে ছয় জন আহত হন। এর মধ্যে আজিজ ও মঞ্জুরকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, আজিজ আহত হওয়ার খবর পেয়ে রাতেই বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকির অনুসারীরা মাছিমপুর এলাকায় সাবেক কাউন্সিলর রুমির বাড়িতে হামলার চেষ্টা চালালে এলাকাবাসী তাদের প্রতিহত করেন। এ সময় হামলাকারীরা তাদের ব্যবহৃত ৩১টি মোটরসাইকেল ফেলে সরে গেলে স্থানীয়রা মোটরসাইকেল ব্যাপক ভাঙচুর করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
সিলেট মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী জানান, উভয় পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে পুলিশ ও সেনাবাহিনী। সেই সঙ্গে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানান, উভয়পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।