Homeদেশের গণমাধ্যমেসিরাজগঞ্জে নদী থেকে শ্রমিকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে নদী থেকে শ্রমিকের লাশ উদ্ধার


সিরাজগঞ্জ শহরের কাটখালি নদীতে ভাসমান অবস্থায় মো. আরিফ হোসেন (৪০) নামে এক রিকশা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে শহরের ভোকেশনাল ইনস্টিটিউট সংলগ্ন কাটাখালি নদীরে সেতুর নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আরিফ শহরের কোল-গয়লা মহল্লার মো. শহীদ শেখের ছেলে। তিনি দুদিন ধরে নিখোঁজ ছিলেন বলে পরিবার সূত্রে জানা যায়।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, আরিফ গাঁজায় আসক্ত ছিলেন। তার দুই স্ত্রীর ঘরে দুই সন্তান রয়েছে। গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে চা খাওয়ার জন্য বের হন তিনি। এরপর আর বাড়িতে ফিরে আসেননি। শনিবার দুপুর ১২টার দিকে ভোকেশনাল ইনস্টিটিউট এলাকায় ব্রিজের নিচে কাটাখালির নদীতে তার লাশ ভাসতে দেখেন এলাকাবাসী।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত আরিফের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত