সর্বশেষ ৬ ইনিংসে মাত্র ৬৫ রান করা রোহিতের ফর্ম নিয়ে ব্যাপক সমালোচনাই হয়েছে কয়েক দিন। অধিনায়ক বলেই তাঁকে বাদ দেওয়া যাচ্ছিল না—এমনও বলেছিলেন কেউ কেউ। শেষ পর্যন্ত গতকাল শুরু সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে রোহিত বসে থাকলেন ড্রেসিংরুমে, টস করতে নামলেন যশপ্রীত বুমরা।
টসের সময় রবি শাস্ত্রীর প্রশ্নের জবাবে বুমরা জানিয়েছিলেন, রোহিতকে বিশ্রাম দেওয়া হয়েছে। একজন খেলোয়াড়কে বিশ্রাম বিভিন্ন কারণেই দেওয়া হতে পারে। টানা খেলার ক্লান্তি থেকে যেমন সাময়িক মুক্তির জন্য বিশ্রাম দেওয়া হয়, আবার কাউকে তাঁর বাজে ফর্মের জন্য বাদ দিলেও সম্মানজনকভাবে ‘বিশ্রাম’ শব্দটি আনা হয়। আর ‘বাদ’ ও ‘সরে যাওয়া’ শব্দ দুটি মূলত টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়ের দিক থেকে বিপরীতধর্মী সিদ্ধান্তের ফল। রোহিতের ক্ষেত্রে তিনটির কোনটি হয়েছে?