Homeদেশের গণমাধ্যমেসালাহর গোলে এমিরেটসে আর্সেনালকে জিততে দেয়নি লিভারপুল

সালাহর গোলে এমিরেটসে আর্সেনালকে জিততে দেয়নি লিভারপুল


এমিরেটসে ম্যাচ। মুখোমুখি আর্সেনাল ও লিভারপুল। লিভারপুলে জন্য ম্যাচটি ছিল পয়েন্ট তালিকার শীর্ষে ফেরার। আর্সেনালের জন্য তিনে ওঠার।

রোববার শিরোপা প্রত্যাশী সেই দুই দলের লড়াইয়ে জেতেনি কেউ। ২-২ গোলে ড্র হয়েছে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি। তাতে ম্যানচেস্টার সিটিকে টপকে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে লিভারপুল। তবে আর্নে স্লটের দল নিশ্চিত করেই পয়েন্ট তালিকায় অবস্থান নিয়ে বেশি ভাবছেন না। এমিরেটসে প্রবল প্রতিপক্ষের বিপক্ষে দুবার পিছিয়ে পড়ারও পর যে তাঁর দল ১টি পয়েন্ট নিয়ে মার্সিসাইডে ফিরতে পারছে, সেটিরও গুরুত্বও কম কিসে।

৯ মিনিটেই লিভারপুলের পেনাল্টি বক্সে  দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন বুকায়ো সাকা। ৯ মিনিট পর ভার্জিল ফন ডাইকের গোলে সমতা ফেরায় লিভারপুল। ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ডের সেট পিচ থেকে দিয়াজের ফ্লিকে মাথা ছুঁয়ে গোল করেন অল রেড ডিফেন্ডার।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত