Homeদেশের গণমাধ্যমেসামাজিক কাজে সব দলের অংশগ্রহণ চায় জামায়াত

সামাজিক কাজে সব দলের অংশগ্রহণ চায় জামায়াত


রমজানের প্রথম দিনেই এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। রোববার (২ মার্চ) রাজধানীর পুরানা পল্টনে এক অভিজাত কনভেনশন সেন্টারে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এতিম শিশুদের সঙ্গে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল জামায়াতকে অনুসরণ করে অন্য রাজনৈতিক দলগুলোকেও সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি বলেন, জামায়াত মনে করে এতিম, পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের ওপর আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমরা সেই দায়িত্ব পালনের অংশ হিসেবে একত্রিত হয়েছি। আমরা আমাদের দায়িত্ববোধ থেকে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা দিতে করছি। ঢাকা মহানগরী দক্ষিণে আমাদের প্রতিষ্ঠিত ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা হচ্ছে। এছাড়াও আমরা মুসলিম শিশুদের বিনামূল্যে সুন্নতে খৎনার আয়োজন করে আসছি।

নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, রমজানের প্রথম দিনেই এতিম শিশুদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে, যেন এই কোমলমতি শিশুরা বাবা-মায়ের শূন্যতা উপলব্ধি করতে না পারে। যারা এই এতিম শিশুদের লালন-পালন করছে শুধু তাদের নয়, রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব এই শিশুদের পাশে থাকা। মহানবী (সা.) এতিমদের প্রতি সদয় হতে বলেছেন।

এএএম/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত