লি জিন-উকে প্রেসিডেন্ট ইউন বলেন, ‘তোমরা কি এখনো ভেতরে যেতে পারোনি? তোমরা করছটা কী? দরজা ভেঙে ঢুকে তাঁদের (আইনপ্রণেতাদের) বের করে দাও। প্রয়োজন হলে গুলি চালাও।’
তবে সামরিক আইন জারির কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করতে বাধ্য হন ইউন সুক–ইওল। এর জেরে ১৪ ডিসেম্বর পার্লামেন্টে অভিশংসিত হলে তাঁকে বরখাস্ত করা হয়।
এদিকে প্রেসিডেন্ট ইউনের পর গত শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক সুকেও অভিশংসন করেন আইনপ্রণেতারা।