Homeদেশের গণমাধ্যমেসাভারে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ | কালবেলা

সাভারে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ | কালবেলা


সাভারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পাঁচ শতাধিক নিম্ন আয়ের মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করেন ছাত্রদলের নেতারা।

উপজেলার পলাশবাড়ী এলাকায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ তমিজ উদ্দিনের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, ছাত্রদল সব সময় দেশের জনগণের পাশে থেকেছে, ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যাবে। শিক্ষা, ঐক্য এবং প্রগতির প্রতিশ্রুতি নিয়ে ছাত্রদল তাদের দীর্ঘ যাত্রা অব্যাহত রেখেছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে আমরা সমাজের প্রতি দায়িত্ব পালনের চেষ্টা করেছি।

তিনি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানাচ্ছি। দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারলেই আমাদের আনন্দ হয়। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোসহ অসহায় এবং হতদরিদ্র মানুষের যেকোনো কল্যাণে কাজ করার প্রত্যাশার কথাও জানান তিনি।

শীতবস্ত্র বিতরণকালে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত