Homeদেশের গণমাধ্যমেসাংবাদিক হাসান মাহমুদ হত্যা মামলায় মহিলা লীগ নেত্রী গ্রেফতার

সাংবাদিক হাসান মাহমুদ হত্যা মামলায় মহিলা লীগ নেত্রী গ্রেফতার


সাংবাদিক হাসান মাহমুদ ও ঢাকা মহানগর দক্ষিণের বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি, পটুয়াখালী জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানাকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।

শুক্রবার (১ নভেম্বর) রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, মামলার বাদী ফাতেমার স্বামী হাসান মাহমুদ ঢাকা মহানগর দক্ষিণের বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি ও পেশায় একজন সাংবাদিক ছিলেন। গত ৩১ জুলাই রাত আনুমানিক দেড়টার দিকে নিজ বাসা থেকে বের হয়ে রাতে ফিরে আসেননি।

হাসান মাহমুদ ফিরে না আসায় তার স্ত্রী ফাতেমা অনেক খোঁজাখুজি করার পর জানতে পারেন সাদা পোশাকে অস্ত্রধারীরাসহ অজ্ঞাতনামা ৫০/৬০ জন লোক তার স্বামী হাসান মাহমুদকে তুলে নিয়ে গিয়েছে।

ডিসি তালেবুর রহমান আরও জানান, পরবর্তী সময়ে তিনি খবর পান তার স্বামীর লাশ গোড়ান ছাপড়া মসজিদের সামনে রাস্তায় পড়ে রয়েছে। বাদী ওইদিন ভোর সাড়ে পাঁচটায় ঘটনাস্থলে গিয়ে স্বামীর মরদেহ মুগদা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসান মাহমুদকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত হাসান মাহমুদের স্ত্রী ফাতেমা ৩৫ জনের নাম উল্লেখসহ আরও ৫০/৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে গত ৩০ আগস্ট ডিএমপির খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, তদন্তাধীন এই মামলায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলিস্থানের পীর ইয়ামিন হোটেলের একটি কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্র প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

টিটি/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত