বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘গাছে ধাক্কা লাগার কারণে ওই শিক্ষার্থী মাথায় আঘাত পায়। দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। তবে অন্য শিক্ষার্থীরা অক্ষত আছে। এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।’
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’