Homeদেশের গণমাধ্যমেশ্রমিকলীগ নেতার সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট ছাত্রদল নেতার

শ্রমিকলীগ নেতার সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট ছাত্রদল নেতার


ফরিদপুরের সালথায় ভ্যানচালককে হাতুড়িপেটা করা সেই ছাত্রদল নেতা সাইফুল আলম এবার শ্রমিকলীগ নেতার সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ২টা ১৪ মিনিটে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ টুটু চৌধুরীর সঙ্গে তোলা দুটি ছবি সাইফুল তার ফেসবুক পেজে পোস্ট করেন।

ওই পোস্টে ক্যাপশন দিয়ে ছাত্রদল নেতা সাইফুল আলম লেখেন, ‘আমার বড় ভাই টুটু চৌধুরী। ভাইয়ের জন্য শুভ কামনা রইলো।’

সাইফুল আলম ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। ছাত্রদলের বড় পদে থেকে শ্রমিকলীগ নেতার সঙ্গে ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করায় খোদ ছাত্রদলের নেতারাই ক্ষোভ প্রকাশ করেছেন।

উপজেলা ছাত্রদল নেতারা বলেন, সাইফুল জেলা ছাত্রদল নেতা হলেও তার বাড়ি সালথায়। আওয়ামী লীগ সরকারের আমলে টুটু চৌধুরীর শেল্টারে চলতেন। তাই হয়তো তার প্রতি ভালোবাসা দেখাচ্ছেন। তবে বর্তমান পরিস্থিতিতে শ্রমিকলীগ নেতার সঙ্গে ছবি পোস্ট করা ঠিক হয়নি। এতে সমালোচনা হয়। দলের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগের পতনের পর সাইফুল বেপরোয়া হয়ে ওঠেন। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে সালথা বাজারে সুজন নামে এক ভ্যানচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন ছাত্রদল নেতা সাইফুল আলম ও তার ভাইসহ ৩-৪ জন। আহত সুজন এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন।

এ ব্যাপারে ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল আলম জাগো নিউজকে বলেন, তিনি (টুটু চৌধুরী) আমার আপন ফুফাতো ভাই। এটা পারিবারিক ছবি। ভাইয়ের সঙ্গে ছবি তোলা দোষের কী? ভাই হিসেবেই ছবিটি তুলেছি।

এ বিষয়ে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু জাগো নিউজকে বলেন, সাইফুলের বিরুদ্ধে কয়েকদিন আগেও হাতুড়িপেটার একটা নিউজ হয়েছে। তবে যদি কেউ দলের নাম ভাঙিয়ে কোনো অন্যায়, অপকর্ম করে থাকে তাহলে তার বিরুদ্ধে তদন্তপূর্বক দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত