অভিযোগে ব্লেক বলেন, বালডোনি আপত্তিকরভাবে তাঁর ওজন নিয়ে কথা বলেন, আলোচনায় অপ্রয়োজনীয়ভাবে যৌন প্রসঙ্গ টেনে আনেন। ৩৭ বছর বয়সী অভিনেত্রী আরও বলেন, ছবির শুটিংয়ের সময় অন্য শিল্পী ও কলাকুশলীর সামনে বালডোনির কথায় পর্নোগ্রাফি নিয়ে তাঁর আসক্তির কথা প্রকাশ পায়। এ ছাড়া তিনি নারীদের শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বালডোনি অযাচিতভাবে নিজের যৌন–জীবন নিয়েও আলোচনা করতেন বলে অভিযোগ ব্লেকের।