Homeদেশের গণমাধ্যমেশিকার শেষে ৬৯৭ পাখি জবাই, কোয়েলের মাংস বলে বিক্রির সময় গ্রেফতার

শিকার শেষে ৬৯৭ পাখি জবাই, কোয়েলের মাংস বলে বিক্রির সময় গ্রেফতার


চট্টগ্রামের আনোয়ারায় কোয়েলের মাংস হিসেবে বিক্রির উদ্দেশ্যে জবাই করা ৬৯৭টি বন্যপাখিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে আনোয়ারা থানাধীন ইছামতি নদীর তীরের বিল থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন পটিয়া থানাধীন শোভনদন্ডী ইউনিয়নের আজমউল্লা পাড়া এলাকার মো. ছৈয়দুল আলম (৬০), মুহরী পাড়া এলাকার মো. ইদ্রিস (৬৫) ও শামসুল সওদাগরের পুরাতন বাড়ির মো. সোহেল (৩০)। তাদের বুধবার আদালতে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।

আনোয়ারা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটকের পর তাদের কাছ থেকে বস্তাভর্তি জবাই করা ১৩৫টি শালিক পাখি, ৪২২টি চড়ূই পাখি এবং ১৪০টি বাবুই পাখিসহ ৬৯৭টি মৃত পাখি উদ্ধার করা হয়। এগুলোকে কোয়েলের মাংস নাম দিয়ে রেস্তোরাঁয় বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে পুলিশকে জানিয়েছে গ্রেফতাররা।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ইছামতি নদীর তীরবর্তী বিস্তৃত ফসলি জমিতে খাবারের সন্ধানে প্রতিদিন হাজার হাজার পাখি আসে। গ্রেফতার অপরাধীরা নদী পাড়ের বিলে জাল পেতে পাখিগুলো ধরে জবাই করত। পরে গরম পানিতে পালক তুলে কোয়েলের মাংস হিসেবে রেস্তোরাঁয় বিক্রি করত।

ওসি বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

এমডিআইএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত