Homeদেশের গণমাধ্যমেশাহবাগে আটক ছাত্রলীগ নেতা সুমিত সাহা

শাহবাগে আটক ছাত্রলীগ নেতা সুমিত সাহা


কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের ছাত্রলীগ-সমর্থিত মেডিসিন ক্লাবের সাবেক সভাপতি ডা. সুমিত সাহাকে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। পরে তাকে রাজধানীর শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৯টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ছাত্রজনতার হাতে আটক হন তিনি।

থানা সূত্রে জানা গেছে, ৪ আগস্ট বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ছিলেন ছাত্রলীগ নেতা সুমিত সাহা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে করা মামলার ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৪৩৬ ধারায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলা নং ১৫। শনিবার (১৯ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডা. সুমিত সাহা জুলাইয়ের চার তারিখ মেডিকেলে অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িত। এ কারণে তিনি অনেক দিন এদিকে আসতেন না। শুক্রবার মেডিকেলের পাশে একদল চিকিৎসকের সাথে বসে চা খাচ্ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাকে চিনতে পেরে আটক করে। পরে পুলিশকে জানানো হলে তারা থানায় নিয়ে যায়।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর কালবেলাকে বলেন, হাসপাতালে আগুন দেওয়ার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কালকে আদালতে প্রেরণ করা হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত