Homeদেশের গণমাধ্যমেশামা ওবায়েদের নামে হত্যা মামলা প্রত্যাহারে আলটিমেটাম

শামা ওবায়েদের নামে হত্যা মামলা প্রত্যাহারে আলটিমেটাম


ফরিদপুরের সালথায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর নামে দায়েরকৃত হত্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে ইউনিয়ন বিএনপি ও যুবদল নেতারা। এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার না করলে সংশ্লিষ্ট থানা ঘেরাও করার ঘোষণা দেন নেতারা।

রোববার (৩ নভেম্বর) বিকেলে মামলা প্রত্যাহারের দাবিতে গৌড়দিয়া বাজারে আটঘর ইউনিয়ন বিএনপি ও যুবদল আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এ সময় বক্তারা বলেন, ঘটনার দিন শামা ওবায়েদ এলাকায় ছিলেন না। তারপরও নগরকান্দা-সালথা বিএনপিকে দুর্বল করার অংশ হিসেবে তার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে তার নামে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করুন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি এ মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে নগরকান্দা থানা ঘেরাও করা হবে।

আটঘর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব খানের সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা মাহফুজুর রহমান খানের (মাহফুজ) সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবদল নেতা শাফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুরাদ মাতুব্বর, সাধারণ সম্পাদক আলী মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক রাশেদ মৃধা, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক মঞ্জুর খান, উপজেলা যুবদল নেতা শহিদুল ইসলাম, মানোয়ার হোসেন, কালাম মাতুব্বর, আমির হামজা, ছাত্রদল নেতা মাসুদ, হাসিবুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, গত ২১ আগস্ট নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষে কবির ভুঁইয়া (৬৫) নামে এক কৃষক দল নেতা নিহত হন। এ হত্যা মামলায় শামা ওবায়েদকে প্রধান আসামি করা হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত