জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘লেখালিখি প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির বুদ্ধিবৃত্তিক চর্চার সংগঠন জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার, কলাম, কন্টেন্ট রাইটার্সের (জেএনইউএফসিসিডব্লিউ) আয়োজনে একশ’র বেশি শিক্ষার্থী কর্মশালাটিতে অংশ নেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডিবিসি’র নিউজ রুম এডিটর অহিদুল ইসলাম অন্তর। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার, কলাম অ্যান্ড কনটেন্ট রাইটার্স-এর সভাপতি সিদরাতুল মুনতাহা, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ শাহরিয়ার হোসেন।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফ, জবি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান মিল্টন, সংগঠনটির সমন্বয় সহযোগী সিফাত রব্বানীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রশিক্ষকরা ফিচার, কলাম ও কনটেন্ট লেখার মৌলিক কৌশল, ভাষার ব্যবহার, পাঠকের দৃষ্টি আকর্ষণ করার পদ্ধতি এবং গবেষণাভিত্তিক লেখালেখির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার আলোকে কীভাবে তথ্য সংগ্রহ, উপস্থাপনা এবং পাঠকের আগ্রহ ধরে রাখা যায়— সে সম্পর্কে দিকনির্দেশনা দেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা জানান, এ আয়োজন তাদের লেখালেখির প্রতি আগ্রহ বাড়িয়েছে এবং ভবিষ্যতে আরও দক্ষতা অর্জনে অনুপ্রেরণা জুগিয়েছে। বিশেষ করে, কর্মশালায় আলোচনা হওয়া গবেষণাধর্মী লেখালেখির গুরুত্ব, সাংবাদিকতার নৈতিকতা ও কনটেন্ট ক্রিয়েশনের আধুনিক দিকগুলো তাদের জন্য নতুন অভিজ্ঞতা হিসেবে কাজ করেছে। তারা এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।
সংগঠনের সভাপতি সিদরাতুল মুনতাহা বলেন, “আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের লেখালেখির দক্ষতা বৃদ্ধি করা এবং তাদের সৃজনশীলতাকে বিকশিত করা। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে।”