সবচেয়ে ‘কমপ্লিট’ খেলোয়াড়ের প্রশ্নে রোনালদো নিজেকে মেসি, পেলে ও ম্যারাডোনার চেয়ে এগিয়ে রেখে জুতার ফিতা বেঁধেছেন। ওই মুহূর্ত নিয়ে স্ট্যানটন বলেছেন, ‘সে যা বলেছে, তার সঙ্গে শরীরী ভাষা বিশ্বাসঘাতকতা করেছে। আমার মনে হয় না যে সে বিশ্বাস করে সে-ই সর্বকালের সেরা। আমার মতে, সে সামনে যা বলছে, ভেতরে তা নয়।’
স্ট্যানটনের ব্যাখ্যা, ‘(রোনালদোর) চোখের পলক ফেলা বেড়েছে, যেটা উদ্বেগ বা উৎকণ্ঠার সঙ্গে সম্পর্কযুক্ত, কাঁধ ঝাঁকানো কিংবা মেকি হাসি। নিজের আবেগ লুকোনোয় সে খুব একটা দক্ষ নয়। মুখে সে যা–ই বলার চেষ্টা করুক না কেন, আবেগটা বেরিয়ে আসেই। ব্যক্তিত্বের কিছু বিষয়ে অনিরাপদ বোধ করার জন্য এমন হতে পারে।’