প্রকাশিত: ২৩:২৪, ১২ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ০০:৫৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও অলরাউন্ডার সালমান আগার জোড়া সেঞ্চুরিতে ভর করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে পাকিস্তান। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি, ২০২৫) রাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে তারা ৬ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে নাম লেখায়।
শুক্রবার ফাইনালে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিকরা।
করাচিতে দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান করে। জবাব দিতে নেমে ৯১ রানেই তিন উইকেট হারানোর পর হাল ধরেন রিজওয়ান ও সালমান। তৃতীয় উইকেট জুটিতে তারা দুজন দলীয় সংগ্রহে যোগ করেন ২৬০ রান। তাতে পাকিস্তান পেয়ে যায় জয়ের নাগাল। সালমান ১০৩ বলে ১৬টি চার ও ২ ছক্কায় ১৩৪ রান করে আউট হন জয় থেকে মাত্র ২ রান দূরে থাকতে। আর রিজওয়ান ১২৮ বল খেলে ৯টি চার ও ৩ ছক্কায় অপরাজিত থাকেন ১২২ রানে।
বল হাতে দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার ১০ ওভারে ১ মেডেনসহ ৭৯ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন লুঙ্গি এনগিদি ও করবিন বোশচ।
তার আগে হেনরিখ ক্লাসেনের ৮৭, ম্যাথিউ ব্রিটজকের ৮৩ ও টেম্বা বাভুমার ৮২ রানের ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকা ৩৫২ রানের বড় সংগ্রহ পায় ৫ উইকেট হারিয়ে। ক্লাসেনের ইনিংসে ১১টি চার ও ৩টি ছক্কার মার ছিল। ব্রিটজকে ১০টি চার ও ১টি টি ছক্কা হাঁকান। আর বাভুমা ১৩টি চার মারেন। তাদের বাইরে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ৪৪ রান করেন কাইল ভেরেইনি।
বল হাতে পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি ১০ ওভারে ৬৬ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন নাসিম শাহ ও খুশদীল শাহ।
ঢাকা/আমিনুল