Homeদেশের গণমাধ্যমেরাস্তা-সেতু নির্মাণে ইস্যু হচ্ছে ৩ হাজার কোটি টাকার সুকুক

রাস্তা-সেতু নির্মাণে ইস্যু হচ্ছে ৩ হাজার কোটি টাকার সুকুক


 

পল্লি সড়কে গুরুত্বপূর্ণ সেতুনির্মাণ প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের বিপরীতে সরকার বিনিয়োগ সুকুক ইস্যুর মাধ্যমে ৩ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। এর মেয়াদ হবে ৭ বছর।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের শরীয়াহ্ অ্যাডভাইজরি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক থেকে জানা গেছে, বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের শরীয়াহ্ অ্যাডভাইজরি কমিটির সব সদস্যের সম্মতিক্রমে প্রকল্পটির বিপরীতে সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে ৩ হাজার কোটি টাকার ৭ বছর মেয়াদি সুকুক ইস্যুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সুকুকটি সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের বিপরীতে ইস্যু করা হবে বিবেচনায় সুকুকটির নামকরণকরা হয়েছে ইসটিনা ও ইজারা। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিআইডি) মাধ্যমে প্রকল্পটির আওতায় বাংলাদেশের ৮টি বিভাগের ৫৮টি উপজেলায় ৮২টি সেতু নির্মাণের কাজ চলমান। যার মোট দৈর্ঘ্য ১৭ হাজার ৬৯৭ মিটার, ৩৮ হাজার ৮০০ মিটার সংযোগ সড়ক ও ৪ হাজার ২৩০ মিটার নদী শাসনের কাজ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা ও প্রকল্প এলাকার আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন হবে। একই সঙ্গে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি ও অকৃষি পণ্য পরিবহন ব্যবস্থা সহজীকরণ ও ব্যয় হ্রাস এবং স্বল্প ও দীর্ঘ মেয়াদে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত হবে।

ইএআর/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত