বরগুনার বেতাগী উপজেলায় একটি সড়ক থেকে তোলা ইট বিক্রির অভিযোগে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার ইট বিক্রির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দুজনকে আটক করা হয়। মামলার পর তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হোসনাবাদ ইউপির বর্তমান সদস্য ও একই ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. মাসুদ আলম মৃধা, জালাল হাওলাদার ও মো. রিয়াজ।