রেজাউল করিম বলেন, ‘কারও লেজুড় হতে চাই না। বিগত সময়ে যাঁরা ক্ষমতায় গিয়েছেন, তাঁরা ইসলামের বারোটা বাজিয়েছেন। ৫ আগস্টের পর ইসলামী রাষ্ট্রের পর্যায়ে যাওয়ার একটি পরিবেশ তৈরি হয়েছে। ইসলামী দলগুলো একত্র হলে এবং একটি প্ল্যাটফর্ম গঠন করতে পারলে আশা করা যায়, ইসলামী রাষ্ট্র গঠন করা সম্ভব হবে।’
চরমোনাই পীর বলেন, ‘স্বাধীনতার পর থেকে যাঁরা দেশের ক্ষমতায় বসেছেন, তাঁরাই স্বৈরাচার হয়েছেন। গত দেড় দশকের এক স্বৈরশাসকের কবল থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছেন। ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশে আর কেউ স্বৈরশাসক না হতে পারে, এ জন্য পিআর সিস্টেম বা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনপদ্ধতি প্রবর্তন করতে হবে।’