রাজধানীর কদমতলী ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক দুটি অভিযানে ৬৫ হাজার ৩০০ ইয়াবা ট্যাবলেটসহ আট মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৭ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান দুটি চালায় ডিবি গুলশান ও লালবাগ বিভাগ।
এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, শুক্রবার ডিবি গুলশান বিভাগ কদমতলীর কোয়ালিটি টিম্বার অ্যান্ড স-মিলের সামনে অভিযান চালিয়ে ৫৮ হাজার ৩০০ ইয়াবা এবং প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। তারা হলেন– মো. ইব্রাহিম ও মো. নুর কামাল।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকায় এনে বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।
আরেকটি অভিযান সম্পর্কে ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে দুই নারীসহ ছয় জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-লালবাগ বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। গ্রেফতার ছয় জন হলেন– জহিরুল ইসলাম ওরফে জহির (৩২), মো. ইউসুফ আলী (৩২), মো. মিরাজ মোল্লা (৩৫), সাইফুল ইসলাম (৩৮), মোছা. মরিয়ম আক্তার ওরফে জেরিন (৩০), মোছা. রাবেয়া (৬০)।
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক কারবারের সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে নানা কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকায় এনে বিক্রি করে আসছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
/এবি/এমএএ/